ভুক্তভোগীরা বলছেন, এক বছর আগেও নগরীর সামগ্রিক চেহারা এতটা বিবর্ণ ও মলিন ছিল না। মেয়র, কাউন্সিলর নেই এক বছরের বেশি হয়ে গেছে। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মেয়র ও কাউন্সিলরদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারা মাসে একবারও কাউন্সিলর অফিসে যান না। নগরবাসীর কোনো সমস্যা সরাসরি শোনেন না। রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের কোথায় কী সমস্যা, তা জানারও চেষ্টা করছেন না দায়িত্বপ্রাপ্ত এসব সরকারি কর্মকর্তা। ওয়ার্ড কার্যালয়ে সাত দিন ঘুরেও কোনো কর্মকর্তার সাক্ষাৎ মেলে না। নগরীর ভদ্রা এলাকার সামিউল্লাহ মমিন বলেন, ভদ্রা মোড়ের টাইলস লাগানো পুরো ফুটপাত দখল করে বসানো হয়েছে ফলের দোকান। এসব দোকানের ফলসম্ভার সাজিয়ে রাখা হচ্ছে মূল সড়কের আরও কিছু অংশ দখল করে। এতে পথচারীরা পথ চলতে গিয়ে নিয়মিত বিড়ম্বনায় পড়ছেন। ভদ্রা মোড়ের পূর্বাংশের পুরো ফুটপাত দখল করে বানানো...