দীর্ঘদিনের আগ্রাসন সহ্য করার পর অবশেষে গাজা সিটির বাসিন্দারা শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি বাহিনী শহরে ঘোষণা দিয়েছে—'এটাই পালানোর শেষ সুযোগ'। এই ঘোষণার পর বৃহস্পতিবার ভোর থেকেই উত্তর গাজা উপত্যকার এই শহর থেকে নেমেছে মানুষের ঢল। আইডিএফ (IDF) সেনারা সামনে যা পাচ্ছে, সেসব ভবন গুঁড়িয়ে দিচ্ছে। মৃত্যুভয় উপেক্ষা করে আর থাকা গেল নাপ্রায় দুই বছর ধরে হামলার শিকার হওয়া সত্ত্বেও গাজা সিটির অনেক ফিলিস্তিনি মাটি আঁকড়ে পড়েছিলেন। বহুদিন মৃত্যুভয় উপেক্ষা করে প্রিয় জন্মভূমিতে থেকে গিয়েছিলেন তারা। তবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের চিত্র বদলে যেতে থাকে। এতদিন যারা তাঁবুতে বা স্কুলে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন সেখান থেকেও পালাতে বাধ্য হচ্ছেন। আশ্রয় শিবিরের এক বাসিন্দা জানান, "গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ। আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম। আজ ড্রোনগুলো স্কুলের আঙ্গিনার উপর উঠছিল।...