ইসরায়েলের কঠোর বাধা ও টানা ধরপাকড়ের মধ্যেও গাজার পথে অটল রয়েছে সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। বহরের অন্য ৪৩টি জাহাজ ইতোমধ্যেই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। তবে এই একটি জাহাজ এখনো তাদের নাগালের বাইরে থেকে গাজার দিকে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক মহলে জাহাজটি এখন প্রতীকী প্রতিরোধের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বর্তমানে গাজা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী। মূলত কয়েক ডজন জাহাজ নিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করেছিল। কিন্তু এ পর্যন্ত ৪৪টির মধ্যে ৪৩টি জাহাজ আটকে শত শত মানবাধিকারকর্মীকে বন্দরে নিয়ে গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পথে যান্ত্রিক ত্রুটিতে পড়লেও দ্রুত সমস্যার সমাধান করে আবারও গতি ফিরে পায় ‘দ্য ম্যারিনেট’।...