এক সময় প্রবাহমান স্বচ্ছ জলধারা ছিল গাজীপুরের তুরাগ নদে। তবে বর্তমানে বাঁকে বাঁকে ভাঙন ও দূষণে মৃত প্রায় তুরাগ নদ। দিন দিন ছোট হচ্ছে দুই পাড়ের জনপদ। দুই পাড়ের বালিয়াড়িতে কাশবন আর কলমি লতার সেই অপরুপ সৌন্দর্য এখন শুধু গল্পের বইতে পাওয়া যায়। তুরাগ নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার খালপাড়, চাপাইর ইউনিয়নের গর্জনখালী, বড়ইবাড়ী, মৌচাক ইউনিয়নের কালিয়াদহ, বোয়ালী ইউনিয়নের কুন্দাঘাটার, মদনখালী, চাবাগানসহ বিভিন্ন এলাকায় নদী ভাঙনে ভিটে হারাচ্ছেন বাসিন্দারা। বছর বছর ভাঙনের কবলে পড়ে বহু মানুষ এখন এ জনপদ ছেড়ে পাড়ি জমিয়েছেন শহরের দিকে। স্থানীয়দের অভিযোগ, অগভীর অংশে যথাসময়ে ড্রেজিং না করায় ও শুষ্ক মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ীরা নদের তীর কেটে মাটি বিক্রি করায় দিন দিন নদের ধারাপথ পাল্টে যাচ্ছে। যার ফলে বিভিন্নস্থানে পানির স্রোত বেশি থাকায়...