০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন প্রচার ও প্রসারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীপুর বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অডিও কলে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল এবং গত ১৫ বছরে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে...