যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ২০ দফা পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে তিনি ‘সুড়ঙ্গ শেষে আলোর রেখা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এও ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট শর্তসাপেক্ষে রাশিয়া এ পরিকল্পনাকে সমর্থন করতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) ভ্যালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, এটি (গাজা যুদ্ধ) ‘মানব ইতিহাসের আধুনিক কালে এক ভয়াবহ ঘটনা।’ তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য উদ্ধৃত করে বলেন, গাজা এখন বিশ্বের বৃহত্তম ‘শিশুদের কবরস্থানের’ একটিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগগুলোর সঙ্গে আরও পরিচিত হচ্ছি, এবং আমার মনে হয় হয়তো সুড়ঙ্গের শেষে কিছুটা আলোর রেখা দেখা যেতে পারে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের প্রচলিত একতরফা কূটনীতি, যা ‘সেখানে (গাজা) বসবাসরত জনগণের ইতিহাস, ঐতিহ্য, পরিচয়...