লাল-সাদা গোলাপি আভার পদ্মে মাতোয়ারা হয়ে আছে স্বচ্ছ জলরাশি। চোখ ধাঁধানো এ গোলাপি আভা মিশেছে দিগন্তে। মৃদুমন্দ বাতার আর কোমল ঢেউয়ে দুলছে চারপাশ, যেন প্রকৃতির বিরামহীম নৃত্যের মোহনীয় ছন্দ। বলছিলাম পদ্ম ফুলের রাজ্য সিরাজগঞ্জের সোনাকান্ত বিলের কথা। বিলের দৃষ্টিনন্দন পদ্মের চোখ জুড়ানো দৃশ্য কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের। এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিলে আসছেন দর্শনার্থীরা। সোনাকান্ত বিলটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে। চোখ জুড়ানো পদ্ম ফুলের এই অপরূপ সৌন্দর্যের গল্প ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। বর্ষায় সোনাকান্ত বিল প্রায় ৪০ বিঘা জমিতে বিস্তৃত হয়। এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, ফুটে আছে রাশি রাশি গোলাপি আভা ছড়ানো পদ্মের এক বিশাল সাম্রাজ্য। চোখ জুড়ানো পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে আনন্দিত এলাকাবাসী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিল ভরে ওঠে...