০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এএম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণ ও ন্যাটো মিত্রদের কর্মকাণ্ড নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি সতর্ক করেছেন, রাশিয়া কোনো দুর্বলতা দেখাবে না এবং পরিস্থিতির দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে বক্তব্য রাখেন পুতিন। সেখানে তিনি ইউরোপ ও ন্যাটোর সামরিক প্রস্তুতি ও অভিযোগগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পুতিনের অভিযোগ— ইউরোপের সামরিকীকরণ আসলে একধরনের হিস্টেরিয়া, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করছে সামরিক বাজেট বাড়ানোর জন্য। তার...