টানা বৃষ্টির অজুহাতে একলাফে কাঁচা মরিচের দাম কেজিতে ৩২০ টাকায় পৌঁছেছে। আগের ১৮০-২০০ টাকা থেকে বেড়েছে এই মূল্য। হঠাৎ দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ক্রেতাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজার সবজি মার্কেটে ঘুরে এমন চিত্র পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২ টাকা বাড়ায় এখন ৭০ টাকা। আদা বেড়ে হয়েছে ১৬০-১৭০ টাকা, আলু ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজি ৭০ থেকে ৭৮ টাকা, মোটা চাল ৫৫ থেকে বেড়ে ৬০ টাকা। টমেটো ১০ টাকা বাড়ায় কেজি ১১০ টাকা, বেগুন ১০০, পটল...