ভোর থেকে একটানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীরা। আজ ৩ অক্টোবর শুক্রবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, মালিবাগ, রামপুরা, শেওড়াপাড়া, শান্তিনগরসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। অনেক স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, কোথাও আবার ধীর গতিতে চলছে রিকশা ও বাস। অফিসগামী যাত্রীদের অনেকে বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে গন্তব্যে যান। স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম দুর্ভোগে। অনেকে ছাতা...