বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রেরণার বাতিঘর। এ কারণেই তাকে নির্মমভাবে হত্যা করে খুনি হাসিনা ও তার সহযোগীরা (নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ)।” বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের কবরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। আবু সাদিক কায়েম বলেন, “শহীদ আবরার ফাহাদ ভাই যে প্রতিবাদের পথ দেখিয়েছেন, তার ভিত্তিতেই জুলাইয়ে বিপ্লব হয়েছে। আবরার ফাহাদ যে চেতনা ও আকাঙ্খা নিয়ে লড়েছেন, জুলাইয়ের শহীদ ও গাজীরাও...