১৫২ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনের সেঞ্চুরি জুটিতে দাপটে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ মাঝ পথে সমর্থকদের দেখিয়েছেন কীভাবে ম্যাচ হারার দৃশ্যপট তৈরি করা যায়। ১০৯ রানে বিনা উইকেট থেকে ১১৮ রান তুলতেই প্যাভিলিয়নে ৬ ব্যাটসম্যান। যদিও এক পর্যায়ে হারের সম্ভাবনা জেগেছিল, কিন্তু শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ৪ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫২ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার তামিম-ইমন। পাওয়ার প্লেতেই আগ্রাসী ব্যাটিংয়ে এ দুজনে তোলেন ৫০ রান। পাওয়ার প্লের পর মাঝ ওভারে আফগান স্পিনারদের ওপর আরও চড়াও হন বাংলাদেশের ওপেনাররা। ১১তম ওভারেই দলীয় এক শ রান পার করে বাংলাদেশ।...