রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এতে পদ হারানোর আতঙ্কে রয়েছেন এসব কলেজের শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। এক হাজারের বেশি ক্যাডার পদ সংরক্ষণ এবং নবগঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের দাবি তুলেছেন তারা। এই শিক্ষকদের পক্ষ নিয়ে গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আবেদনে নতুন বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে নিয়োগসহ বেশ কিছু দাবি করা হয়েছে।’’ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, সাত কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এক হাজারের বেশি শিডিউলভুক্ত পদ হারানোর আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করছেন, এতে...