২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে শুরু হওয়া নেতানিয়াহুর বেপরোয়া কর্মকাণ্ড আজ নগ্ন ও স্পষ্ট। তার বিশ্বাস ছিল যে, এ অন্তহীন যুদ্ধই তার সমালোচকদের কণ্ঠরোধ করবে, দুর্নীতির মামলার হাত থেকে তাকে রক্ষা করবে এবং গাজাকে শূন্য করে দেওয়ার মাধ্যমে জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন ঘটাবে। কিন্তু তিনি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন। গাজা আজও দাঁড়িয়ে আছেÑক্ষতবিক্ষত, ধ্বংসস্তূপে ঢাকা, তবু অদম্য। ফিলিস্তিনি জনগণ আজও তাদের মাতৃভূমির মাটিতে শিকড় গেড়ে রয়েছে—যেমন ছিল তারা ১৯৪৮, ২০০৮ ও ২০১৪ সালের সহিংসতার পর। গাজার ভূখণ্ডে ইসরায়েলের বিজয়ের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছিলেন বিবি নেতানিয়াহু, কিন্তু তার পরিবর্তে তিনি বিশ্বকে উপহার দিয়েছেন মৃত্যু, দুর্ভিক্ষ, ধ্বংস আর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের নৈতিক অবস্থানের বিপর্যয়কর পতন।এ বাস্তবতাটা এখন সবাই বুঝতে পারছে যে, গাজার এ মানবিক বিপর্যয় কোনো ‘সহজাত ক্ষতি’ নয়, বরং এটাই...