দুর্গাপূজায় কলকাতার চলচ্চিত্র অঙ্গন এবার যেন সিনেমার পর্দার বাইরেও রোমাঞ্চকর এক যুদ্ধক্ষেত্র। বিগ বাজেটের চার ছবিকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, হল দখলের লড়াই আর দর্শক-সমালোচকের বিতর্কে এরই মধ্যে উত্তাল ইন্ডাস্ট্রি। এই উত্তাল অবস্থার মধ্যেই নীরব বার্তায় ঝড় তুললেন টালিউড সুপারস্টার জিৎ। যিনি সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন, তিনিই এবার এক রহস্যময় পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, যখন টালিপাড়ায় ছবি মুক্তির ডামাডোল চলছে, ঠিক তখনই অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দেন। তিনি লেখেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন।...