টানা সরকারি ছুটি ও দুর্গাপূজা মিলিয়ে দীর্ঘ অবকাশে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে কক্সবাজারে। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক সমুদ্র সৈকত ও আশপাশের দর্শনীয় স্থানে ভিড় করছেন। আগেই হোটেল, মোটেল ও গেস্টহাউসের সব রুম বুক হয়ে যাওয়ায় অনেকেই আবাসন সংকটে পড়েছেন। পরিবহনেও মিলছে না সহজে টিকিট। ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদুল ইসলাম জানান, অনেক আগে থেকেই পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত কষ্ট করে নন-এসি বাসের টিকিট পেয়েছেন। তবে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি। আরেক পর্যটক ফখরুল আলম বলেন, রুম পেতে বেশ বেগ পেতে হয়েছে। তবে ঢাকার গরম থেকে মুক্তি পাওয়ায় কক্সবাজারে আসতে দারুণ লেগেছে। সিলেটের খোরশেদ আলম জানান, পরিবার নিয়ে ইনানিতে ভালো সময় কাটিয়েছেন। বৃষ্টিকে তিনি অতিরিক্ত আনন্দ হিসেবে দেখেছেন। ঢাকার চাকুরিজীবী মোহনা সেন বলেন, সাগরের ঢেউ আর...