ফিলিস্তিনে চলমান মানবিক সংকট দিনকে দিন চরম আকার ধারণ করছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছে। বিধ্বস্ত অবকাঠামো, পানির অভাব, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং খাদ্যের সংকট গোটা অঞ্চলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রমে ইসরায়েলি বাধা।বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, রেড ক্রস, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ অন্যান্য এনজিও গাজায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে চাইলেও ইসরায়েলি কর্তৃপক্ষ নানা অজুহাতে তা বাধাগ্রস্ত করছে। কখনো নিরাপত্তার কারণ দেখিয়ে, কখনো আবার প্রশাসনিক অনুমতির নামে দিনের পর দিন ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে রাখা হচ্ছে। এতে করে আহত শিশু, অসুস্থ বৃদ্ধ ও অভুক্ত মানুষগুলো আরও দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়ছে।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ...