বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের সামান্য উন্নতি হয়েছে। শুক্রবার ছুটির দিন সকাল থেকে বৃষ্টির কারণে বায়ুদূষণ কিছুটা কম। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের শীর্ষে কায়রো আর ঢাকা রয়েছে ২৫ নম্বরে। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কায়রোর দূষণ স্কোর ৩৫০ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই শহরের দূষণ স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আরও পড়ুনভোর থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিঢাকাসহ উপকূলের ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারেবৈরী আবহাওয়ায় দুদিন সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ অপরদিকে, পাকিস্তানের লাহোর রয়েছে ৩ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ১৫২ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকা রয়েছে ২৫...