পাঁচশ বছর আগে হজরত শাহ আলী বাগদাদী (রহ.) ও তার আত্মীয়স্বজন নিয়ে অবস্থান নেন ফরিদপুরের ঢোল সমুদ্রপারের নিভৃত গেরদা গ্রামে। ফরিদপুর শহরের দক্ষিণ-পূর্ব কোণে সাত কিলোমিটার দূরে এ গ্রামটির অবস্থান। শাহ আলী বাগদাদী (রহ.) ও তার অনুসারীদের রেখে যাওয়া কিছু নিদর্শন এখনো রাখা আছে এই গেরদা গ্রামের মসজিদে। এ মসজিদে রক্ষিত ইসলামিক নিদর্শনগুলো এখনো অনেকেরই অজানা। এর মধ্যে রয়েছে বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর পবিত্র মুই বা দাড়ি মোবারক, হাসান-হোসেনের জুলফ মোবারক, বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ব্যবহৃত পোশাক (ফতুয়া, আভা), শাহ আলী বাগদাদীর খাবারের বর্তন (চন্দন কাঠের তৈরি) থালা, মাছের দাঁতের তসবি, জায়নামাজ, পাগড়ি। এছাড়াও অন্য বুজুর্গ ব্যক্তিদের ব্যবহৃত নানা জিনিস। স্থানীয় বয়স্করা এবং শাহ আলী বাগদাদীর ১২তম বংশধর সৈয়দ সেলিম আলী বলেন, আমার দাদা এবং বাবার কাছ থেকে শুনেছি...