খোলামেলা মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তিনি বিস্ফোরক দাবি তুলেছেন, ‘পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরেই সমকামিতার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে বিনোদন জগতে।’ তার এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিনোদন মহলে।প্রকাশিত সেই পডকাস্টে অভিনেত্রী মেমুনা বলেন, ‘করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি অনেক বেশি প্রকাশ্যে ঘটে থাকে। সেখানে খোলামেলা পার্টি হয় এবং এসব কার্যকলাপ প্রকাশ্যে ঘটে। এমন ব্যক্তিগত বিষয়গুলো গোপনে সীমাবদ্ধ থাকা উচিত, প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় এটি নয়।’লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রি অধিক ‘নোংরা’ বলে মন্তব্য করেন মেমুনা। তিনি বলেন, ‘লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক ‘ময়লা’ রয়েছে। সেখানকার মানুষ নৈতিক বিচারে অনেক বেশি দুর্বল। লাহোরে অনেক মানুষ রয়েছেন, যারা প্রকৃতপক্ষে ধনী নন, তারপরও তারা নিজেদের...