বৃহস্পতিবার (২ অক্টোবর) টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। তাসকিনের প্রথম ওভারেই তিন বাওয়ান্ডারিতে ১২ রান। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগাররা। প্রথম ব্রেক থ্রু নাসুমের ঘুর্ণিতে। দ্বিতীয় শিকার তানজিম সাকিবের। পাওয়ার প্লের ৬ ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩। আফগান ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। ১০ ওভারে স্কোর ৪ উইকেটে ৬৫। এরপর লাগাম হাত ছাড়া হওয়ার যোগার টাইগার বোলারদের। রহমানউল্লাহর লড়াকু ৪০। তাসকিন নিজের শেষ ওভারে দিলেন ২২। চারটি ছক্কায় মোহাম্মদ নবীর রান ৩৮। বাংলাদেশের সামনে ১৫২ রানের চ্যালেঞ্জ। অনেকদিন পর জ্বলে উঠলো বাংলাদেশের উদ্বোধনী জুটি। চার-ছক্কার ঝড়ে মাত্র ৬৬ বলে এলো বাংলাদেশের শতক। দুই ওপেনারই পেলেন হাফসেঞ্চুরি। পারভেজ ইমনের ৩৭ বলে ৫৪। তানজিদ তামিমের রান ৩৭ বলে ৫১। সহজ জয়ের পথে থাকা বাংলাদেশের এরপরই ছন্দপতন। রশিদ খানের ঘুর্ণির ভয়ে এলোমেলো...