রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা, সাথে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারাদেশেই এমন অবস্থার প্রভাব ফেলেছে।শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই গুমোট মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবলু কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয় এবং এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি সন্ধ্যা ৬টায় গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যে উড়িষ্যা এবং তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে। লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত...