যতদূর চোখ যায়, মাঠজুড়ে দুলছে সাদা কাশফুলের ঢেউ। নীল আকাশ, ভাসমান মেঘ আর হালকা বাতাস মিলিয়ে তৈরি হয়েছে শরতের অনন্য আবহ। কাশফুল শুধু একটি ঋতুর প্রতীক নয়, এটি প্রেম, আবেগ ও স্মৃতির ক্যানভাস। প্রেমিক-প্রেমিকারা হাত ধরে হাঁটছে কাশবনে, আবার কেউ কেউ একা দাঁড়িয়ে খুঁজে নিচ্ছে অতীতের স্মৃতি। শরতের এই মনোরম পরিবেশ দর্শনার্থীদের মনে জাগিয়ে তুলছে ভিন্ন অনুভূতি। নারায়ণগঞ্জ, সোনারগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় এখন ভিড় করছেন...