১০৯ রানের দারুণ একটা ওপেনিং জুটিকে তখন মনে হচ্ছিল অনেক দূরের এক অতীত। ৯ রানের এদিক ওদিকে ৬ উইকেট চলে গেলে এছাড়া আর কী মনে হতে পারে? তবে বাংলাদেশ এরপরও ম্যাচটা জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। দারুণ ওপেনিং জুটির বিদায়ের পর হুট করে পথ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। অধিনায়ক জাকের আলীও এই ড্রেসিংরুমগামী ৬ ব্যাটারের একজন ছিলেন। তবে ছয় নম্বর উইকেট গিয়ে যখন টেল এন্ডারদের সামনে নিয়ে এলো, তখন কী মনে হচ্ছিল? সে প্রশ্নটা ধেয়ে গিয়েছিল অধিনায়ক জাকেরের কাছে। তবে জাকের এই প্রশ্নের জবাব দিয়েছেন বেশ রস মিশিয়েই। বললেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’ এক অঙ্কের রানে ইনিংসের অর্ধেক হাওয়া হয়ে যাওয়াটা যে মোটেও স্বস্তি দিচ্ছে না তাকে, সেটা জানান দিলেন পরের একটা...