খুলনায় প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুটওভারব্রিজ এখন কার্যত অকার্যকর। গুরুত্বহীন স্থান, ভুল পরিকল্পনা এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নির্মাণের ফলে সেতু দুটি পথচারীদের চলাচলের অনুপযোগী। এসব সেতু এখন পরিণত হয়েছে ছবি তোলা, ভিডিও করা বা আড্ডা দেওয়ার স্থানে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাস্তবায়নে ২০২৪ সালের জুন মাসে খুলনার দুটি ব্যস্ত সড়কে নির্মাণ শেষ করা হয় এই ফুটওভারব্রিজ। এর মধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ব্রিজ নির্মাণে ব্যয় হয় ৩ কোটি ৯১ লাখ টাকা, আর খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুরে বিএল কলেজের কাছে আরেকটি ব্রিজ নির্মাণে ব্যয় হয় ৩ কোটি ৫৪ লাখ টাকা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতিদিন শত শত মানুষ এসব সড়ক ব্যবহার করলেও ফুটওভারব্রিজে তাদের তেমন দেখা যায় না। সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা...