বল হাতে দারুণ সময় পার করছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে দারুণ বোলিংয়ের ছন্দ ধরে রেখেছন আফগান সিরিজেও। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। আফগান বধের দিন অবশ্য দুঃসংবাদই পেয়েছেন ফিজ।আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই টাইগার পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। নিলাম শেষে চূড়ান্ত স্কোয়াডে অবশ্য রাখেনি মুস্তাফিজকে। তাকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। ফিজের পরিবর্তে হায়দার আলীকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলে, আসন্ন আইএল টি-টোয়েন্টি খেলা হচ্ছে না মুস্তাফিজের। মাসকয়েক আগে লুক উডের পরিবর্তে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল দুবাই ক্যাপিটালস।ফিজ না থাকলেও আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে সাকিব ও তাসকিনকে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কিনেছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে এমআই। অন্যদিকে প্রায় ৯৬ লাখ টাকায়...