নিহতের বন্ধু ও আজমানের প্রতিবেশী মোক্তার আহমেদ জানান, বিগত ১৫ বছর ধরে বেলাল আমিরাতের আজমান প্রদেশে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন।বর্তমানে তার লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।...