ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রাম এখন চরম ঝুঁকিতে। শুকনো মৌসুম শুরু হওয়ায় দ্রুত পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদের তীর ভেঙে যাচ্ছে। গত এক মাসে প্রায় ৫০ বিঘা আমন ধানের জমি এবং অন্তত ২০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে অর্ধ শতাধিক পরিবার, সরকারি-বেসরকারি স্থাপনা ও মসজিদ। নদী ভাঙনের শিকার বৃদ্ধ আমিরন বিবি (৬০) ব্রহ্মপুত্র নদের তীরে বসে দীর্ঘশ্বাস ফেলে সাংবাদিকদের কাছে আকুতি করে বলেন, ‘জমিজমা, ঘরবাড়ি নদিত গ্যাচে, হামরা তার খতিপুরণ চাইনে, নদী ভাঙন থাকি হামারঘরোক বাঁচাও বাবা।’ আমিরনের মতো অন্তত ১২ জন স্থানীয় বাসিন্দা একই মন্তব্য করেছেন। সরেজমিনে রতনপুর গ্রাম ঘুরে নদীভাঙা মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে। কেউ ঘরবাড়ি ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউবা গাছ কেটে নিচ্ছেন। নদী ভাঙনে...