আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে নাটকীয় চরিত্রের অভাব নেই। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বহুমুখী রূপ পাল্টানোর রাজনীতিক বিরল। ট্রাম্পকে সাধারণত আমরা চিনি একরোখা, জেদি, ক্ষমতালোভী ও আমেরিকা ফার্স্ট স্লোগানের মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে ধাক্কা দেওয়া এক নেতা রূপে। অথচ সাম্প্রতিক সময়ে তিনি এমন এক শান্তির দূত সাজার চেষ্টা করছেন, যার আড়ালে সুস্পষ্টভাবে লুকিয়ে আছে নোবেল শান্তি পুরস্কারের লোভ। ট্রাম্পের এই রূপান্তর কোনো কাকতালীয় ব্যাপার নয়। তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন তার মতো শান্তি প্রতিষ্ঠার কাজ আর কেউ করেনি, অথচ নোবেল কমিটি তাকে যথাযথ সম্মান দেয়নি। একসময় মধ্যপ্রাচ্যের তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডস কিংবা উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে বৈঠককে পুঁজি করে তিনি নোবেলের দাবি তুলেছিলেন। এখন গাজায় রক্তপাত চলমান অবস্থায় হঠাৎই তিনি পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলেকে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছেন। নিউইয়র্কে...