পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপূজা। ওয়ারশ বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ পোল্যান্ড (WBAP)-এর উদ্যোগে আয়োজিত এই শারদীয় উৎসবে প্রবাসী বাঙালিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে বাঙালীর ঐতিহ্য তুলে ধরেন। পূজার মন্ত্রপাঠ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজনে মুখরিত ছিল পূজা প্রাঙ্গণ। এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ওয়ারশের ‘এয়ারডান্স স্পেস ওয়ারশ’-তে। উৎসবের সূচনা হয় ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার, ষষ্ঠী ও মহাসপ্তমীর পূজার মধ্য দিয়ে এবং শেষ হয় ২৮শে সেপ্টেম্বর, রবিবার, বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে। পূজার সময়সূচি ও বিস্তারিত:২৬শে সেপ্টেম্বর (শুক্রবার):সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসষ্ঠী এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়।২৭শে সেপ্টেম্বর (শনিবার): সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাঅষ্টমীর পূজা এবং এরপর সন্ধিপূজা অনুষ্ঠিত...