রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশেই গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর আবারও টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ—এই তিনটি বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আজকের (শুক্রবার) পূর্বাভাসশুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী: রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে, রংপুর,...