বাজার ঘুরে দেখা গেছে, আলু (২৫–৩০ টাকা) ও কাঁচা পেঁপে (২০–২৫ টাকা) ছাড়া প্রায় সব সবজির দাম বেড়েছে। কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে—গত সপ্তাহে ২০০–২২০ টাকায় বিক্রি হলেও এখন কেজিপ্রতি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। লালশাকের আঁটি ৩০ টাকা, পুঁইশাকের আঁটি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ও ধুন্দল ৬০–৭০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১২০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১২০–১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গেন্ডারিয়ার বিক্রেতা হোসেন আলী জানান, পাইকারি বাজারে মরিচের সংকট তৈরি হয়েছে। বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে, আবার ভারত থেকেও মরিচ আমদানি বন্ধ। ফলে পাঁচ কেজি মরিচ কিনতে হচ্ছে ১২০০–১৩০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০০–৯০০ টাকা। সবজি ছাড়াও মাছের বাজারেও আগুন। আগামীকাল...