গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জাজিরা আরবিকে জানিয়েছেন, ফিলিস্তিনি এই সংগঠন শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করবে। নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধিত্বকারী হিসেবে হামাসের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার—‘যেভাবে তা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে।’ তিনি আরও জানান, ইসরাইলের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়েই হামাস ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নাজ্জালের ভাষায়, ‘আমরা এ পরিকল্পনা এমন কোনো যুক্তি নিয়ে ভাবছি না, কেননা সময় আমাদের ঘাড়ের ওপর তলোয়ার হয়ে ঝুলছে।’ এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, হামাসের হাতে তার প্রস্তাবের জবাব দেওয়ার ‘তিন বা চার দিন’ সময় আছে। এর আগের দিন সোমবার গাজা যুদ্ধ বন্ধ ও...