০৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। গত আসরে বাছাই পর্ব উতরাতে না পারা দলটি এবার কেনিয়াকে কাঁদিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের টিকেট নিশ্চিত করেছে। হারারেতে বৃহস্পতিবার কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে পৌঁছে যায়। আগে ব্যাটিং করে কেনিয়া ৬ উইকেটে করেছিল ১২২ রান। ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখে লক্ষ্যটা টপকে গেছে সিকান্দার রাজার দল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। সেবারের বাছাইয়ে ফাইনাল রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। জিম্বাবুয়ের বিশ্বকাপে ফেরার দিনে আবারও স্বপ্নভঙ্গ হলো কেনিয়ার। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটি ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল। এরপর আর কখনোই মূল...