০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম ইসরায়েলের কড়া বাধা আর ধরপাকড়ের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে ছুটছে সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ইতোমধ্যেই বহরের অন্য সব জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী, কিন্তু এই একটি জাহাজ এখনো তাদের নাগালের বাইরে। ফলে, গাজার দিকে এগোতে থাকা জাহাজটি এখন আন্তর্জাতিক মানবিক সহায়তার একটি প্রতীকী প্রতিরোধে পরিণত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বর্তমানে গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী। সুমুদ ফ্লোটিলা মূলত অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েল ইতোমধ্যেই ৪৪টির মধ্যে ৪৩টি জাহাজ আটক করেছে এবং শত শত মানবাধিকারকর্মীকে বন্দরে নিয়ে গেছে। শুধু...