একটি রাষ্ট্রের চালিকাশক্তি হলো রাজনীতি। আর রাজনীতির মেরুদণ্ড হলো অর্থনীতি।রাজনীতি আর অর্থনীতি সমান্তরাল রেললাইনের মতো। একটি ছাড়া অন্যটি অচল। রাজনীতি বিনিয়োগ এবং ব্যবসাবান্ধব না হলে যেমন অর্থনীতি গতি হারায়, তেমনি অর্থনীতি মুখ থুবড়ে পড়লে রাজনীতি বিপন্ন হয়। কিন্তু বাংলাদেশে এই চিরায়ত সমাজ দর্শন উপেক্ষিত হয় সব সময়। এ কারণেই স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের রাজনীতি এবং অর্থনীতি কোনোটাই সঠিক পথে এগোয়নি। রাজনীতিতে যেমন বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। জনগণের অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্রের বিপরীতে জনগণের ওপর চেপে বসেছে স্বৈরশাসন। তেমনি অর্থনীতিতে প্রচুর সম্ভাবনা থাকার পরও আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। একটি দেশের রাজনীতিই অর্থনীতির রূপকল্প তৈরি করে। রাজনৈতিক নীতি ও দর্শনই ঠিক করে অর্থনীতির গতিপথ। আমাদের দেশে স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনা নীতি এবং অবস্থানের যেমন মৌলিক পরিবর্তন হয়েছে,...