সেতু নির্মাণে বিলম্বের কারণ হিসেবে সাবেক আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট, সাব-ঠিকাদারদের পাওনা বিল পরিশোধ না করা, মাটি না পাওয়ার অজুহাত এবং নকশার ত্রুটির অভিযোগ উঠেছে। সেতু দুটির একটি হচ্ছে উপজেলার সোমভাগ ইউনিয়নের দক্ষিণ দেপাশাই মাঝিপাড়া এবং অন্যটি ফুকুটিয়া এলাকায়। দুটি সেতুই বংশী নদীর ওপর নির্মিত হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ দেপাশাই মাঝিপাড়ায় ৬৫০ মিটার চেইনেজে ৯৬ মিটার পিএসসি গার্ডার সেতুর নির্মাণকাজ ২০২০-২১ অর্থবছরে শুরু হয়। সেতুর নির্মাণ ব্যয় ৯ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১৮ মার্চ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কামারজানী-আনোয়ারা (জেবি)’ সংযোগ সড়ক না করে উধাও হয়েছে। সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধসহ সব বয়সের মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। দুর্ঘটনার শিকার হচ্ছেন শিশু ও বয়স্করা।...