খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় লিটন খান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও লিমনের স্ত্রী চাদনী। গতকাল বৃহস্পতিবার রাতে বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে এক বাসায় এ হত্যাকাণ্ড হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে লিটনের স্ত্রী বাইরে যান। বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তাঁর স্ত্রী চাদনী ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না প্যাঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে...