যশোরের মণিরামপুরে বসেছে ঐতিহ্যের ‘জামাই মেলা’। দুর্গাপূজার দশমীতে ব্যতিক্রমী এ মেলায় এবারও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ বাজারে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বণিক সমিতি। স্থানীয়রা জানান, যশোর শহরে থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন। এ ইউনিয়নের প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি বছর বসে জামাই মেলা। বৃহস্পতিবার বিকালে দেখা গেছে, মেলায় বিভিন্ন বয়সের শত শত মানুষের উপচেপড়া ভিড়। বাজারের মূল আকর্ষণ ছিল বড় আকারের কাতলা, রুই, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, পাঙাশ, সিলভার কার্পসহ বিভিন্ন প্রকার সুস্বাদু মাছ। একেকটা মাছের ওজন ৫ থেকে ১৩ কেজি পর্যন্ত। সকাল থেকে মেয়ে জামাইরা সবচেয়ে সেরা ও বড় মাছটি কিনতে ভিড় করেন বাজারে। এরপর...