আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হতে থাকে। কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কেও তিক্ততা ছড়াতে থাকে। দুই দেশ পরস্পরের বিরুদ্ধে নানা পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে থাকে। নির্দিষ্ট কিছু পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে উভয় দেশই পরস্পরের ওপর কিছু অশুল্ক বাধা আরোপ করে। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল, এতে করে উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কমে আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এতকিছুর পরও আগের তুলনায় ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে এবং এ বৃদ্ধি অব্যাহত আছে। অন্যদিকে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময় ভারত থেকে আগের বছরের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা...