ইসরায়েলি নৌবাহিনীর কঠোর নজরদারি ও বাধা সত্ত্বেও এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’। বহরের অন্যান্য জাহাজ আটকাতে সক্ষম হলেও পোল্যান্ডের পতাকা বহনকারী এ জাহাজটি এখন পর্যন্ত আটকানো যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে আল–জাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে জাহাজটি। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর সেটি মেরামত করে ফের যাত্রা শুরু করে ‘দ্য ম্যারিনেট’। বর্তমানে এটি ঘণ্টায় ২ দশমিক এক ছয় নটিক্যাল মাইল বেগে গাজার দিকে অগ্রসর হচ্ছে। স্টারলিংকের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে এখনও...