০৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে একটি ইসলামি বোর্ডিং স্কুল ধসে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ৯১ শিক্ষার্থী ও কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেলে ‘আল খোজিনি’ বোর্ডিং স্কুলের নামাজঘরের নিচতলায় শিক্ষার্থীরা নামাজে অংশ নেওয়ার সময় ওপরের নির্মাণাধীন তলা ধসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একদিন পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক স্বজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সন্তানদের খোঁজে মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছেন। স্কুলটিতে থাকা ৯৯ জন শিশু ও কর্মীকে শনাক্ত করা সম্ভব হলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিত জানান, ধ্বংসস্তূপে ক্যামেরা প্রবেশ করিয়ে ছয়জন জীবিত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তারা আলো দেখে পা নাড়ানোর চেষ্টা...