০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০০ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র এখন সরাসরি মাদক কার্টেলগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িত। এই তথ্য প্রকাশ পায় কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশ থেকে, যা পরে গণমাধ্যমে ফাঁস হয়। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, নিউইয়র্ক টাইমস একটি গোপন নোটিশ হাতে পেয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে অবহিত করেছেন যে, তার প্রশাসন মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে এখন “সশস্ত্র সংঘাতে” লিপ্ত। ট্রাম্প প্রশাসন কার্টেলগুলোকে “সন্ত্রাসী সংগঠন” এবং তাদের সংশ্লিষ্ট পাচারকারীদের “অবৈধ যোদ্ধা” আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের যুক্তি—মাদকপাচার কার্যক্রম দেশটির বিরুদ্ধে এক ধরনের শত্রুতামূলক আক্রমণ, যা আত্মরক্ষার অংশ হিসেবে সামরিকভাবে মোকাবিলা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের পাওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্র অন্তত...