দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য ইসরায়েলি অস্ত্রের উপর নির্ভরশীল থাকা কলম্বিয়া এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিল। গাজায় ইসরায়েলের সামরিক বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পর, এবার তারা সেই ইসরায়েলি অস্ত্রকে 'বুড়ো আঙুল' দেখিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করল নিজস্ব রাইফেল। বিদেশী অস্ত্রের উপর নির্ভরতা কমানোর এই সাহসী সিদ্ধান্ত যেন ইসরায়েলের অস্ত্র বাণিজ্যের জন্য এক বড় ধাক্কা। আত্মনির্ভরতার পথে কলম্বিয়াকলম্বিয়ার কয়েকজন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ডিজাইনারের একটি দল গোপনে এই প্রকল্পের কাজ শুরু করেন। বহুদিনের পরিশ্রম, নিখুঁত ডিজাইন এবং কঠোর পরীক্ষার মাধ্যমে তারা রাইফেলটি তৈরি করতে সক্ষম হন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা এটিকে "একটি বড় অগ্রগতি" হিসেবে বর্ণনা করেছেন। কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এই সাফল্যের পর কলম্বিয়ার আর ইসরায়েলের সাহায্যের প্রয়োজন হবে না। এখন তারা শুধু নিজেদের ব্যবহারের জন্যই নয়, বরং আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্যও...