এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এবার সেই টুর্নামেন্ট শেষে আবারও মুখোমুখি হয়েছে দুদল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের পরাজিত করে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে ফের তাদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। গতকাল রাতে চ্যালেঞ্জিং ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপর ব্যাটিং বিপর্যয় নেমে এলেও শেষ দিকে সোহান ও রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় টাইগাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। মাঝে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতন নিয়ে ম্যাচ শেষে জাকের বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। তারাও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমরা শুরুটা ভালোই করেছিলাম। (মাঝে ব্যাটিং...