আওয়ামী সরকারের রোষানলে পড়ে গত ১৫ বছর চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদের দমননীতিতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একচেটিয়া অপপ্রচারের শিকার হয় দলটি। জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দলটির পুনর্জাগরণ ঘটে। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর দলটির কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুতই আলোচনায় চলে আসে। এমনকি আগামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে সরকার গঠনেরও মানসিক প্রস্তুতি নিচ্ছে দলটি। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সম্পর্ক জোরদার করছে জামায়াত। এর অংশ হিসেবে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে একের পর এক মতবিনিময় করছেন দলের নেতারা। তারা বিভিন্ন দূতাবাস-সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া বিভিন্ন দেশ সফর করে দলীয় অবস্থান, কর্মকাণ্ড, নীতি-কৌশল এবং আওয়ামী আমলে তাদের ওপর যেসব নির্যাতন করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরছেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের...