বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১ অক্টোবর) রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সারাদিন ধরে টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষ। দ্বীপের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মাঝেরপাড়া, নজরুলপাড়া ও কোনাপাড়ায় অন্তত দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। মাঝেরপাড়ার বাসিন্দা রহুল আমিন বলেন, গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারছি না। রান্নাও করতে পারছি না। পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। স্থানীয়রা জানান, স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দ্বীপজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত স্লুইসগেটগুলো জোর করে বন্ধ করে রেখেছেন। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির আহমেদ...