মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর পার্ক করা ট্রলি লেকে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লেকে ঝাঁপ দিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নাবালকসহ ১৩ জন ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন। পুলিশ জানিয়েছে, আট বছর বয়সি একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ...