কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের সমাধিস্থলে কান্নায় ভেঙ্গে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত সময় কান্নায় ভেঙে পড়েন ভিপি। এ সময় আবরারের আত্মার মাগফিরাত কামনা করে সাদিক কায়েম নিজেই মোনাজাত করেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পেঁছান ভিপি সাদিক ও শিবির নেতাকর্মীরা। পরে ১১টা ৫ মিনিটের দিকে তারা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। এসময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। এরপর তারা আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর সঙ্গে মতবিনিময় করেন। এরপর সাদিক কায়েম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি...