ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পাড়লেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরাইলি নৌবাহিনী। খবর, আলজাজিরার।সংগঠনটি ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, "গত ২৪ ঘণ্টায় ২১টি জাহাজ আটক নিশ্চিত হয়েছে, ২০টি জাহাজের ব্যাপারে ধারণা করা হচ্ছে যে সেগুলোকেও আটক করা হয়েছে, এবং ১টি জাহাজ এখনো যাত্রা করছে।"পোস্টে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে ৪৫০ জনের বেশি বেসামরিক নাগরিককে "অবৈধভাবে অপহরণ" করা হয়েছে। 'মারিনেট' জাহাজের সর্বশেষ অবস্থান সম্পর্কে বিস্তারিত পাওয়া গেলে তা জানানো হবে।মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার...